Wednesday, January 1, 2014

খাগড়াছড়িতে হাতি মার্কায় কেন ভোট দেবেন?

খাগড়াছড়িতে ইউপিডিএফ প্রার্থী প্রসিত বিকাশ খীসাকে হাতি মার্কায় কেন ভোট দেবেন?

১. ইউপিডিএফ পার্বত্য জনগণের অধিকারের কথা বলে।
২. ইউপিডিএফ পার্বত্য জুম্ম জনগণসহ দেশের সকল জাতি ও জাতিসত্তার অধিকারের পক্ষে কথা বলে।
৩. ইউপিডিএফ দেশের সকল নিপীড়িত শ্রেনী পেশার জনগেণর মুক্তির লক্ষে কাজ করে।
৪. ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের ভূমি বেদখলের বিরুদ্ধে সবসময় লড়াইয়ে সক্রিয় থাকে।
৫. ইউপিডিএফ ন্যায় ও নীতিকে প্রাধান্য দিয়ে সকল সমস্যার সমাধান করতে চায়।
৬. ইউপিডিএফ সমালোচনা-আত্মসমালোচনার মাধ্যমে পার্টির কাজ পরিচালনা করে এবং জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে কাজ করতে সচেষ্ট থাকে।
৭. ইউপিডিএফের যেকোনো ভুল কাজের সমালোচনা নির্দ্ধিধায় করা যায়, এবং ইউপিডিএফ ভুল শোধরাতে কার্পণ্য করে না।
৮. সমাজের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা-অপসংস্কৃতি দূর করতে ইউপিডিএফ চেষ্টা করে যাচ্ছে।
৯. ইউপিডিএফ নারী অধিকারের প্রতি সচেতন।
১০. ইউপিডিএফ যেমন উগ্র বাঙালি জাতীয়তাবাদের বিরোধিতা করে তেমনি চাকমা-মারমা-ত্রিপুরাসহ সকল জাতিসত্তার মধ্যে থাকা উগ্র ও সংকীর্ণ জাতীয়তাবাদ-জাত্যাভিমানের সমালোচনা করে।
১১. ইউপিডিএফ সকল জাতিসত্তার জাতিগত স্বাতন্ত্র্যকে সম্মান দিয়ে থাকে।
১২. ইউপিডিএফ ধর্মীয় মৌলবাদ ও ধর্মান্ধতাকে সমর্থন করে না।
অতএব, পাহাড়ি-জুম্ম-অপাহাড়ি-বাঙালি সকল ভোটারগণ!
আসুন! ভোট দিই ইউপিডিএফকে!
ভোট দিই প্রসিত বিকাশ খীসাকে!
ভোট দিন হাতি মার্কায়
ভোট দ্যো এইত/এইদ মার্কাত
মাইউঙ মার্কায় ভোট রোদি
ছাঙ মার্কামা ভো: থে: 

সর্বাধিক পঠিত

ইতিহাসের ভ্রান্তি থেকে বিভ্রান্তিকর শিক্ষাঃ পার্বত্য চট্টগ্রাম প্রসংগ-১৯৪৭ সাল

ইতিহাসের ভ্রান্তি থেকে বিভ্রান্তিকর শিক্ষা তারিখঃ ১৬ আগস্ট, ২০১৭ ইতিহাস একটি জাতি বা জাতিসত্তা তথা জাতিসমষ্টিকে নানাভাবে প্রভাবিত কর...