Wednesday, July 2, 2014

লড়াইয়ের মানে!

লড়াইটা সাজসুন্দর নুদিনাট্যার স্থান নয়!

লড়াইটা ফিটফাট ভিতর সদরঘাটের সাজন নয়
লড়াইটা নাকি সুরে পলকা হাওয়ায় ভাসা নয়

লড়াইটা অন্তর্জালে বাকবাকুম পায়রা নয়!

লড়াইটা রেততো সাত আহল বিন্নে এক আহল নয়!

লড়াইটা পিঠ দেখিয়ে সটকানো নয়!

লড়াইটা হাতখূলে গান গাওয়া নয়!

লড়াইটা বুকসটান দাড়িয়ে থাকাও তো নয়!

লড়াইটা মিঝে কধা নয়!

তাহলে লড়াইটা কি?

লড়াইটা হলো ইতিহাস!

লড়াই হলো লড়ে যাওয়া!

লড়াই করা মানে হতাশ না হওয়া!

লড়াই মানে আশার আলোর হাতছানি!

লড়াই হলো সবকিছু যার কিছু নেই!

লড়াই কি তার বর্ণনা যে আমি দিতে জানি না!

No comments:

Post a Comment

সর্বাধিক পঠিত

ইতিহাসের ভ্রান্তি থেকে বিভ্রান্তিকর শিক্ষাঃ পার্বত্য চট্টগ্রাম প্রসংগ-১৯৪৭ সাল

ইতিহাসের ভ্রান্তি থেকে বিভ্রান্তিকর শিক্ষা তারিখঃ ১৬ আগস্ট, ২০১৭ ইতিহাস একটি জাতি বা জাতিসত্তা তথা জাতিসমষ্টিকে নানাভাবে প্রভাবিত কর...