Wednesday, September 3, 2014

গ্রামীণ এক নাম্বার থেকে মৃত্যুর হুমকি পেলাম


তারিখ: ০৩ সেপ্টেম্বর, ২০১৪

#স্ট্যটাস #ব্যক্তিগত #অধিকার

আজ গ্রামীণ একটি নাম্বার থেকে মৃত্যুর হুমকি পেলাম। নম্বরটি হলো- ০১৭৯৮২৫১১০৯

বিকাল ঠিক ৩.৩৪ ‍মিনিটে উক্ত নাম্বার থেকে ফোন আসে। আমি ফোন ধরি। অপর প্রান্ত থেকে বলা হয় আমি কোথায় আমি কোথায় আছি, খাগড়াছড়িতে আছি কী না।

এরপরই খারাপ ভাষায় গালি চলতে থাকে। আমি শান্ত থেকে তাকে প্রশ্ন করি যে তিনি কে, কী জন্য ফোন করছেন। এরপরই তিনি বলেন যে, তিনি আমাকে খুন করবেন। আমার ছবি নাকি তার কাছে রয়েছে।
এ কথা শোনার পরে আমি বার বার তাকে প্রশ্ন করি তিনি কেন আমাকে খুন করতে চাইছেন।

তিনি ফোন লাইন কেটে দেন। আমি আবার ফোন করি। এবার তিনি বলেন যে, তিনি ক্রশফায়ারে আমাকে খুন করবেন। বন্দুকের গুলিতে খুন করবেন।
আমি বার বার তার পরিচয় জানাতে বলি। কিন্তু অপরপ্রান্ত থেকে কোনো সাড়া আসেনি।

বিষয়টিকে হালকা চোখে দেখার অবস্থা আছে কী না জানি না।

তবে অন্তত কেউ জানুক যে উক্ত নাম্বার থেকে কেউ অামায় হুমকি দিয়েছে। তাই এই #স্ট্যাটাস

আর কেউ যদি উক্ত ফোন নাম্বার ট্রেস করতে পারেন বা কোন এলাকা থেকে উক্ত নাম্বারের মালিক ফোন করেছেন তা জানলেও চলবে।

ধন্যবাদ সবাইকে।

No comments:

Post a Comment

সর্বাধিক পঠিত

ইতিহাসের ভ্রান্তি থেকে বিভ্রান্তিকর শিক্ষাঃ পার্বত্য চট্টগ্রাম প্রসংগ-১৯৪৭ সাল

ইতিহাসের ভ্রান্তি থেকে বিভ্রান্তিকর শিক্ষা তারিখঃ ১৬ আগস্ট, ২০১৭ ইতিহাস একটি জাতি বা জাতিসত্তা তথা জাতিসমষ্টিকে নানাভাবে প্রভাবিত কর...