বিপ্লবের নিয়মই হচ্ছে শ্রেনী-পেশা নির্বিশেষে তা
সবাইকেই প্রভাবিত করে ইতিবাচকভাবে অথবা নেতিবাচকভাবে। শাহবাগের লড়াই সেই
কাজটি সম্পন্ন করেছে। শাহবাগ জনমানুষকে নাড়া দিয়েছে এমনকি যারা এতদিন সমাজে
কানাচে নিভৃতে আত্মমগ্ন হয়ে ছিল তাদেরও এই লড়াই প্রভাবিত করেছে। তার
প্রমাণ হলো মতিঝিলের সমাবেশ, তবে তা নেতিবাচকভাবে তাদের নাড়া দিয়েছে মাত্র।
এখন বিপ্লবীর বা বিপ্লবী দলের কর্তব্যই হচ্ছে শাহবাগের সত্যিকার বিপ্লবী চেতনাকে জনমানুষের লড়াইয়ে পরিণত করার উদ্যোগ নেয়া।
ভন্ডামির মাধ্যমে মুক্তির চেতনাকে জনমানুষের কাতারে নেয়া যায় না।
বিপ্লবী দলের অস্তিত্ব না থাকলে সেই বিপ্লবের ফসল অন্য কেউ নেবার চেষ্টা তো করবে।
এখন বিপ্লবীর বা বিপ্লবী দলের কর্তব্যই হচ্ছে শাহবাগের সত্যিকার বিপ্লবী চেতনাকে জনমানুষের লড়াইয়ে পরিণত করার উদ্যোগ নেয়া।
ভন্ডামির মাধ্যমে মুক্তির চেতনাকে জনমানুষের কাতারে নেয়া যায় না।
বিপ্লবী দলের অস্তিত্ব না থাকলে সেই বিপ্লবের ফসল অন্য কেউ নেবার চেষ্টা তো করবে।
No comments:
Post a Comment