প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করেছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে। ফোন করেছেন দুপুর একটা থেকে আধঘন্টা ধরে।
যে সময়ে ফোন করেছেন সে সময়টি হচ্ছে সরকারী নিয়ম মতে লেইজার টাইম বা দুপুরের খাবার বিরতির। কিন্তু খালেদা জিয়া ফোন রিসিভ করেননি।বোধকরি সে সময় তিনি সরকারী নিয়মমতে খাবার বিরতিতে ছিলেন! অথবা অন্য কারণেও তিনি ফোন ধরতে পারেননি।
বিরোধীদলের পক্ষ থেকে বলা হচ্ছে, আজ ২৬ অক্টোবর রাত নয়টায় বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া গুলশানে দলের কার্যালয়ে উপস্থিত থাকবেন। অনুরোধ জানানো হয়েছে, সে সময়ে শেখ হাসিনা যেন ফোন করেন।
এ নিয়ে এখন পত্রিকা নিউজ মিডিয়া সরব!
এসব দেখে আমি দিলাম ফেসবুকে নিচের স্ট্যাটাস!
এতদিন শুনলাম পিংপং ডিপ্লোমেসির কথা, বল কার কোর্ট থেকে কার কোর্টে এ নিয়েও কথা শুনেছি। এখন শুনছি 'রিং ক্রিং ক্রিং' কার রিসিভার থেকে কার রিসিভারে...
এখন চলছে ড্রিবলিং ডিপ্লোমেসি! মেসির মতো সবাই ড্রিবলিং করেই যাচ্ছেন!
দেখা যাক কী হয়!
শেষের গোলটা কে দেয়!শেষ বাঁশি ....
জনতা হাত তালি দিতে, দুয়ো দিতে বা হল্লা করতে কিন্তু প্রস্তুত! অথবা ... নতুবা....
No comments:
Post a Comment