Sunday, October 27, 2013

দেশের বর্তমান পরিস্থিতি, ফোনালাপ এবং ড্রিবলিং পলিটিক্স

দেশের বর্তমান পরিস্থিতি
দেশের বর্তমান পরিস্থিতিকে কিভাবে এককথায় বর্ণনা করা যায়?

আসলে এক কথায় ছেঁড়া পালের নৌকার মতই আজ বাংলাদেশের বর্তমান অবস্থা।
নির্বাচান কিভাবে কোন সরকারের অধীনে হবে তা মূল সমস্যা বলে মনে হলেও মূল সমস্যা কিন্তু তা নয়। সমস্যা সমাধান শুধু তাতেই নিহিত নয়।
আসলে দেশের সমস্যা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের আর বাংলাদেশী জাতীয়তাবাদের মধ্যে 'ধনুর্ভাঙা পণ' বিবাদ! এই বিবাদ বর্তমানে দুই ক্ষমতামদমত্ত স্বার্থবাদীদের মধ্যে।

প্রসঙ্গ ফোনালাপ
শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে ফোনালাপ নিয়ে ২৬ অক্টোবর দিনভর নানা নাটক-নাটিকার মঞ্চস্থ হলো। এবং শেষমেশ শেখ হাসিনা খালেদা জিয়াকে ফোন করলেন মোবাইলে, অফিসিয়াল ল্যান্ডফোনে নয়।

প্রথমত, বলা যায়, এই ফোনালাপ তারা নিজেদের মন থেকে করেননি। দেশের ভেতরে এক বাইরের চাপের কারণেই তারা করেছেন। এবং সেজন্যেই তাতে প্রাণ ছিলো না , ছিলো না আন্তরিকতা। ছিলো শুধু লোক দেখানো ভাব!
দ্বিতীয়ত, ফোনালাপের আগে তারা 'হোম ওয়ার্ক' করেননি। তারা ফোনালাপের আগে আলোচনার বিষয় ঠিক করতে পারতেন। সেটা তারা করেননি। সমস্যাকে চিহ্নিত না করে সমাধান কিভাবে আসবে? নির্বাচন তো সমস্যা নয়!

এই ফোনালাপ বরং বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের অর্বাচীনতাকে একটু কড়মড়ে করে তুলে ধরলো।

বিশেষ করে খালেদা জিয়ার নেতৃত্বাধীন অংশটি এতে আরো বেশি অর্বাচীনতা দেখালো! (ভুল বললাম না তো! )
খালেদা জিয়া দুয়েক পয়েন্টে সুনির্দিষ্ট কিছু শর্ত দিতে পারতেন!
খালেদা জিয়ার দরকার ছিলো সুনির্দিষ্টভাবে কথা বলা। বিরোধীদল হিসেবে এবং টানা ৫ বছর নানা সরকারী নিবর্তন সহ্যকারী হিসেবে তিনি অনেক কথা বলতে পারতেন। এককথায় প্রাথমিক কিছু শর্ত দিতে পারতেন!
যেমন,প্রথমেই তিনি লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করার জন্য অনুরোধ জানাতে পারতেন। সরকার তো এখন গণমাধ্যম-প্রশাসনসহ সকল ক্ষেত্রেই দলীয়বৃত্তকে শক্তিশালী করেছে!
এই সকল বিষয়কে যদি আগে ঠিক করা না হয় তবে সংলাপই তো ব্যর্থ হবে!(এটা আমার সরলীকৃত মত মাত্র!)

ড্রিবলিং পলিটিক্স এখনো চলছে!
কিন্তু আমরা এসব কিছুই দেখলাম না! বরং, একটি বহ্বারম্ভে লঘূক্রিয়া হতে দেখলাম!
ড্রিবলিং এখনো চলছেই! রিং ক্রিং ক্রিং ড্রিবলোমেসি আপাতত সবাইকে আশা জাগিয়েছে তা মন্দ নয়।

তবে ফেয়ার খেলা চাইলে ভালো রেফারিও দরকার রয়েছে! এমনকি দর্শকের ভূমিকাও ভালো থাকা চাই!

আপাতত যা চলছে চলুক!

ড্রিবলিং ড্রিবলিং ড্রিবলিং
গোল! হাততালি!
উফ! একটুর জন্য ! দুয়ো দুয়ো!


বিদ্র: এ সকল কথা সাধারণের এক মতামত মাত্র!

No comments:

Post a Comment

সর্বাধিক পঠিত

ইতিহাসের ভ্রান্তি থেকে বিভ্রান্তিকর শিক্ষাঃ পার্বত্য চট্টগ্রাম প্রসংগ-১৯৪৭ সাল

ইতিহাসের ভ্রান্তি থেকে বিভ্রান্তিকর শিক্ষা তারিখঃ ১৬ আগস্ট, ২০১৭ ইতিহাস একটি জাতি বা জাতিসত্তা তথা জাতিসমষ্টিকে নানাভাবে প্রভাবিত কর...