বরাবর,
সম্পাদক
স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী
দৈনিক পূর্বকোণ
৯৭১/এ, সিডিএ এভেনিউ, পূর্ব
নাসিরাবাদ, চট্টগ্রাম।
তারিখ: ৩০ অক্টোবর, ২০১৩
বিষয়:
আমার একটি লেখা আপনার পত্রিকায় অন্যের নামে ছাপানো বিষয়ে আপত্তি ও প্রতিবাদ।
সূত্র:
২২ অক্টোবর; ২০১৩ এর দৈনিক পূর্বকোণ সংখ্যার আন্তর্জাতিক পাতা পৃষ্ঠা ৭। লেখার
শিরোনাম- ভো নগুয়েন গিয়াপ-ভিয়েতনাম বিপ্লবের এক গণনায়কের নাম।
সম্মানিত;
আমার সম্মান ও শুভেচ্ছা
নেবেন।
আমি মিঠুন চাকমা। মাঝে মাঝে
ব্লগ ও ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ে লেখালেখি করি। কয়েকদিন আগে আমি ভিয়েতনামের বিপ্লবী
নেতা ভো নগুয়েন গিয়াপের উপর একটি লেখা প্রকাশ করি।
উক্ত লেখা বিভিন্ন ব্লগ ও
ওয়েবসাইটে প্রকাশের জন্য প্রেরণ করি। এবং আমার উক্ত লেখা বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটে
প্রকাশিত হয়।
কিন্তু অত্যন্ত দুঃখের সাথে
জানাচ্ছি যে, দৈনিক পূর্বকোণে আমার লেখাটি হুবহু প্রকাশিত হয়। কিন্তু লেখাটি আমার
নামে প্রকাশ করা হয়নি। প্রকাশ করা হয়েছে “কল্যাণ চক্রবর্তী”র নামে।আমার লেখা
অন্যের নামে আপনার পত্রিকায় প্রকাশিত লেখাটির ইন্টারনেট লিংক-: http://dainikpurbokone.net/index.php/-lfontglfont-colorq5a5757qg-lfontg/2013-08-24-18-26-10/5950-2013-10-21-18-40-30
নিচে আমার উক্ত লেখাটি যে
সকল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তার লিংক প্রদান করছি।
লিংক ১: নতুন বার্তা
ওয়েবসাইট- http://www.natunbarta.com/international-analysis/2013/10/05/48378/ec144089c0b113441e7ecff37e7d9878
লিংক ২: মঙ্গলধ্বনি.নেট
ওয়েবসাইট- http://www.mongoldhoni.net/remembering-legendary-vietnamese-revolutionary-vo-nguyen-giap/
লিংক ৩: ব্লগ.সিএইচটি২৪.কম- http://blog.cht24.com/05/10/2013/308#.UnDhkKAUN18
লিংক ৪: পরিবর্তন ব্লগ- http://www.poriborton.com/blog/index.php/entry/2013-10-05-15-31-58
লিংক ৫: কালেরবার্তা.কম- http://www.kalerbarta.com/index.php?option=com_content&view=article&id=17578:2013-10-05-16-08-24&catid=163:2012-10-11-17-51-15&Itemid=775
চট্টগ্রাম বিভাগের অন্যতম
প্রতিষ্ঠিত এবং স্বনামে ধন্য ঐতিহ্যবাহী একটি পত্রিকা দৈনিক পূর্বকোণে একজনের লেখা
অন্যের নামে ছাপানোয় আমি খুবই দুঃখ ভারাক্রান্ত মনে এ বিষয়ে আমার আপত্তি ও প্রতিবাদ জানাচ্ছি।
অতএব, উপরোক্ত বিষয়ে আপনার
আন্তরিক সহযোগিতা পাবো এ প্রত্যাশা ব্যক্ত করছি।
বিনীত
মিঠুন চাকমা
ইমেইল: mithuncht@gmail.com
No comments:
Post a Comment