চাকমা জাতির চরিত্র বৈশিষ্ট্য নিয়ে সতীষ চন্দ্র ঘোষের মূল্যায়ন
সতীষ চন্দ্র ঘোষ বোধকরি ১৯০৯ সালের দিকে 'চাকমা জাতি' গ্রন্থটি লেখেন। সেটি অনেকদিন আগে পড়ার চেষ্টা করেছিলাম। তা থেকে দু'এক ছত্র ডায়রিতে লিখে রেখেছিলাম। তার মধ্যে তাঁর চাকমা জাতির চরিত্র-বৈশিষ্ট্য নিয়ে মূল্যায়নমূলক বক্তব্য সবার সাথে শেয়ার করতে ইচ্ছে হচ্ছে।
মিতব্যয়িতা বা অসংযমী বৈশিষ্ট্য নিয়ে চাকমাদের সম্পর্কে তিনি লিখেছেন-
" বোধহয় সংযমেরই অভাবে চাকমাদিগের মধ্যে মিতব্যয়িতা একেবারেই নাই নতুবা ইহারা যেরূপ পরিশ্রমী এবং উপার্জনক্ষম, বেশ সুখে স্বাচ্ছন্দ্যে সংসারযাত্রা নির্বাহ করিয়া যাইতে পারে।"( চাকমা জাতি, পৃষ্ঠা-৩৬)
বিলাসতা নিয়ে তাঁর করা মন্তব্য-
" শিক্ষিতদের মধ্যে কেহ কেহ সাক্ষাত বিলাত ফেরত বাবু- চলাফেরাও অনেকটা ইঙ্গবঙ্গদল সম্মত। ইহা ছাড়া সাধারণ চাকমাদিগের মধ্যেও এতদূর বিলাস-ইচ্ছা প্রবেশ করিয়াছে যে , কেহ কেহ দোকানে উপস্থিত হইয়া প্রথমে ' রাজা যে কাপড় পরেন' তাহা অনুসন্ধান করেন।" (চাকমা জাতি, পৃষ্ঠা-৩৭)
সতীষ চন্দ্র ঘোষ বোধকরি ১৯০৯ সালের দিকে 'চাকমা জাতি' গ্রন্থটি লেখেন। সেটি অনেকদিন আগে পড়ার চেষ্টা করেছিলাম। তা থেকে দু'এক ছত্র ডায়রিতে লিখে রেখেছিলাম। তার মধ্যে তাঁর চাকমা জাতির চরিত্র-বৈশিষ্ট্য নিয়ে মূল্যায়নমূলক বক্তব্য সবার সাথে শেয়ার করতে ইচ্ছে হচ্ছে।
মিতব্যয়িতা বা অসংযমী বৈশিষ্ট্য নিয়ে চাকমাদের সম্পর্কে তিনি লিখেছেন-
" বোধহয় সংযমেরই অভাবে চাকমাদিগের মধ্যে মিতব্যয়িতা একেবারেই নাই নতুবা ইহারা যেরূপ পরিশ্রমী এবং উপার্জনক্ষম, বেশ সুখে স্বাচ্ছন্দ্যে সংসারযাত্রা নির্বাহ করিয়া যাইতে পারে।"( চাকমা জাতি, পৃষ্ঠা-৩৬)
বিলাসতা নিয়ে তাঁর করা মন্তব্য-
" শিক্ষিতদের মধ্যে কেহ কেহ সাক্ষাত বিলাত ফেরত বাবু- চলাফেরাও অনেকটা ইঙ্গবঙ্গদল সম্মত। ইহা ছাড়া সাধারণ চাকমাদিগের মধ্যেও এতদূর বিলাস-ইচ্ছা প্রবেশ করিয়াছে যে , কেহ কেহ দোকানে উপস্থিত হইয়া প্রথমে ' রাজা যে কাপড় পরেন' তাহা অনুসন্ধান করেন।" (চাকমা জাতি, পৃষ্ঠা-৩৭)
No comments:
Post a Comment