শাহবাগের আন্দোলন যে গতিবেগে এসে সবাইকে ছাপিয়ে গিয়েছিল সেই গতি এখন কি আছে? আমি জানি না।
শাহবাগকে নিয়ে রাজনীতি হবে এটাই স্বাভাবিক। কিন্তু শাহবাগের নেতৃত্বে যারা আছেন, তারা যদি দলীয় বৃত্ত বা দ্বি ধারায় বৃত্তাবদ্ধ রাজনীতিকে বেশী প্রাধান্য দিয়ে তাদের অবস্থানকে প্রকাশ করেন তবে শাহবাগ আমাদের কী পথ দেখাতে পারবে তা আগামীই বলে দেবে।
শাহবাগ যদি আগামীতে দেশের লড়াইয়ের ময়দানে কিছু একটা করতে চায় তাহলে, শাহবাগ যে দাবি নিয়ে আবির্ভূত হয়েছে তার সাথে অবশ্যই কৌশলী ভূমিকা নিয়ে জনমানুষের দাবি যোগ করতে হবে বলে আমি মনে করি।
শাহবাগকে নিয়ে রাজনীতি হবে এটাই স্বাভাবিক। কিন্তু শাহবাগের নেতৃত্বে যারা আছেন, তারা যদি দলীয় বৃত্ত বা দ্বি ধারায় বৃত্তাবদ্ধ রাজনীতিকে বেশী প্রাধান্য দিয়ে তাদের অবস্থানকে প্রকাশ করেন তবে শাহবাগ আমাদের কী পথ দেখাতে পারবে তা আগামীই বলে দেবে।
শাহবাগ যদি আগামীতে দেশের লড়াইয়ের ময়দানে কিছু একটা করতে চায় তাহলে, শাহবাগ যে দাবি নিয়ে আবির্ভূত হয়েছে তার সাথে অবশ্যই কৌশলী ভূমিকা নিয়ে জনমানুষের দাবি যোগ করতে হবে বলে আমি মনে করি।
No comments:
Post a Comment