- You, Jupiter Chakma, Eman Chakma, Hottali Chakma and 3 others like this.
- Mithun Chakma Jumma ইউপিডিএফ পার্টি পরিচালনা করতে আর্থিক সহায়তা বাদেও আরো অন্য বিষয়ে সিদ্ধান্ত লিখিতভাবে জানিয়েছে। যেমন, বৈসাবি উৎসবে বাহুল্য বর্জন করা ইত্যাদি। আর অর্থ সহযোগিতা চাওয়াকে চাঁদা বলা যেতে পারে। কিন্তু জনগণ স্বতস্ফূর্তভাবে অর্থ সহায়তা দিলে তা নিয়ে এত বিতর্ক আনা মানে তাতে অন্য উদ্যেশ্য আদায়ের চেষ্টা করা। আমরা বরং ইউপিডিএফএর অর্থ সহযোগিতা প্রদানের নির্দেশমূলক আহ্বান পরিহার করে জনগনকে উদ্বুদ্ধ-উৎসাহিত করে অর্থ সহায়তা প্রাপ্তির ব্যবস্থা করতে অনুরোধ জানাতে পারি। আমাদের যারা শিক্ষিত তারা জু্ম্ম জনগণের অধিকার আদায়ের লক্ষে তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না।
- Nona Changma সহায়তা চাঁদা নিয়া জনভীতি দূর করিতে ইউপিডিএফের কেন্দ্রীয় কমিটি কোন উদ্যোগ নিয়াছে কি? চাঁদা নিয়া প্রত্যন্ত আদামে ত্রাস রুখিতে উদ্যোগ চাই।
- Jr Karbari মিঠুনবাবু @ চাঁদা বলা অন্যায় হবে বরং তোলাবাজি বলাই ভালো ! চাঁদা ছাড়া একটি রাজনৈতিক পার্টি চলতে পারেনা তা জানি ,এমনকি আওয়ামী ,বি এনপির চাঁদার সিস্টেম আছে কিন্তু পাহাড়ে একটি প্রতিযোগী সংগঠন থাকতে এভাবে সাধারণ জুম্মদের থেকে একপ্রকার জোর করে অর্থ আদায় কোন প্রকার রাজনৈতিক স্ত্রেতাজিতে পরে জানা নেই !
- Mithun Chakma Jumma আমরা বরং ইউপিডিএফএর অর্থ সহযোগিতা প্রদানের নির্দেশমূলক আহ্বান পরিহার করে জনগনকে উদ্বুদ্ধ-উৎসাহিত করে অর্থ সহায়তা প্রাপ্তির ব্যবস্থা করতে অনুরোধ জানাতে পারি। আমাদের যারা শিক্ষিত তারা জু্ম্ম জনগণের অধিকার আদায়ের লক্ষে তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না।
- Nona Changma জনগণ সাহায্য করিতে চায় না কেন?
একজন চল্লিশের উপরে মুরুব্বীর কাছে যদি জেএসএস ইউপিডিএফের ২২ বছরের যুব কর্মী হুমকির সুরে সহায়তার বদলে চাঁদা চাহিয়া বসে তো মুরুব্বীর আত্মসম্মানে আঘাত লাগবে না কি ? ঐ আহত মুরুব্বী ১০জনকে চাঁদা না দিতে মানা করলে দলের ক্ষতিই বৈকি। - Nitta Lal Chakma গত বছরের ২৫ নভেম্বরও এই ধরনের একটি চিঠি দেয়া হয়েছিলো। কিন্তু অনেকে সাড়া দেননি। তাই তাদেরকে এবার একসাথে দ্বিগুণ টাকা দেয়ার তাগাদা দেয়া হয়েছে- কেন ? mithun Chakma Jumma এই ধরণের তাগাদা দিলেতো জনগণ যে স্বত:পূর্ত হয়ে দিচ্ছে না বাধ্য হয়ে দিচ্ছে তা প্রশ্ন থেকে যায়, এছাড়াও জুম্ম ব্যাম্বু বাবুর একজন চল্লিশের উপরে মুরুব্বীর কাছে যদি ২২ বছরের যুব কর্মী হুমকির সুরে সহায়তার বদলে চাঁদা চাহিয়া বসে তো মুরুব্বীর আত্মসম্মানে আঘাত লাগবে না কি ? আপনারা যারা ইউপিডিএফের কেন্দ্রীয়তে বসে কাজ করেন আপনারা নিশ্চই জানেন যে, আপনাদের তাগাদা পেয়ে গ্রামাঞ্চলে আপনাদের সেই 22 বছর বয়সী যুব কর্মীরা য়ে কিনা করে বসে। তা নিয়ে সংশয় প্রকাশ করছি। সুতরাং এভাবে চিঠি দিয়ে আর্থিক সহযোগিতা চাওয়াটাও কতটুকু যুক্তিযুক্ত এবং তাও ঢালাওভাবে কেন?
- Jr Karbari পার্টির অনেক দায়িত্ব প্রাপ্ত কর্মী রাজনৈতিক কলা কৌশল বুজেনা ,জুম্ম নেশন গ্রুপে এই পোস্টের জৈনিক শান্তি চাকমার রিয়েক্সন দেখুন ,সম্ভবত পাতি নেতা হবে ! কারবারী একজন মুরুব্বি না হোক ,একজন অপরিচিত ব্যক্তির সাথে কি সম্বোধন করতে হয় ,তাও না জানলে এরা কি সেই উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত রাজনীতি শুরু করেছে !
- Nona Changma যারা সহায়তা চাইবে তাদের আচরণ সংযত হয়া ভাল। কালেক্টর লেভেলে ঠাণ্ডা শিষ্টাচারি অভিজ্ঞ মানুষ দরকার। আমার বন্ধু জানায় তাদের কমলছড়িতে এক নাইনের ছেলে ডাইরেক্ট হুমকি দিয়ে চাদা চায়। এটা উচিৎ না।
- Mithun Chakma Jumma এত বছর লড়াইয়ের সাথে সংগঠনের সাথে সরাসরি কাজে থেকে অনেক অভিজ্ঞতাই লাভ করেছি। জানা রয়েছে অনেক শিক্ষিত সচেতন ব্যক্তি পার্টি থেকে এমনভাবে চলে গেছেন যেন মনেহয় পার্টি একটি যাত্রী ছাউনী। আমি রিয়েল আইড ব্যবহার করি। তাই দায়িত্বের খাতিরে এবং চক্ষুলজ্জ্বা কারণে বা ভুল বোঝাবুঝি হবে ভেবে অনেক কিছুই বলতে পারি না। শুধু এটুকুই বলবো, ইউপিডিএফ এবং জেএসএস শুধু কর্মী বা নেতাদের নয়, তা পার্বত্য জনগণের সবার।
- Mithun Chakma Jumma একটি কথা বলি। আশাকরি ভুল বুঝবেন না। আমি দায়িত্ব নিয়ে কথা বলি। সুতরাং কেউ যখন দায়িত্ব নিয়ে আলোচনা করতে চান তখন আলোচনা এগোবে। বকবক করার জন্য কোনো কথা বলতে চাইনা।
- Monotuk Changma একটা পার্টি হিসেবে জনগণের সাহায্য চাওয়াতো কোন অপরাধ নয়। ইউপিডিএফতো জোরপূর্বক চাঁদা দাবি করছে না। চিঠি লিখে আহ্বান জানিয়ে যদি সহযোগিতা চায়, আর জনগণ যদি সহযোগিতা দেয় তাহলে তাতে প্রশ্ন তোলার কি আছে? যখন কোন পার্টি জোরপূর্বক চাঁদা আদায় করে তখন আমরা ওই পার্টিকে গালিগালাজ করি। আর যখন কোন পার্টি আন্তরিকভাবে সহযোগিতা চায় তখনও গালিগালাজ করতে ছাড়ি না। এটা আমাদের মানসিকতার সমস্যা নয় কি?
- Mithun Chakma Jumma এখানে একটা কথা বলে রাখি যারা শিক্ষিত তারা পার্টির কাজকে যাত্রী ছাউনী মনে করলে বা পার্টির কাজ বা পার্টিকে সহযোগিতার কাজ নিজের কাজ মনে না করলে এবং যারা শিক্ষা-দীক্ষায় এগিয়ে যায়নি তারা পার্টিকে আশ্রয়স্থল মনে করলে আমরা যারা পার্টিতে কাজ করছি তাদের আরো অনেক কিছু পেরিয়ে যেতে হবে।
- Nitta Lal Chakma ইউপিডিএফতো জোরপূর্বক চাঁদা দাবি করছে না - কিন্তু যারা গত নভেম্বরে যারা সাড়া দেয়নি তাদেরকে এবার একসাথে দ্বিগুণ টাকা দেয়ার তাগাদা দেয়া হচ্ছে তা কি জোর পূর্বক নয়, আর একসাথে বাক্যটি শুধু জোরপূর্বক কথাটির ইঙ্গিত দিচ্ছে না সাথে জনগণকে হুমকি হিসেবেও ইঙ্গিত দ...See More
- Gumetkulya Fenikulya ঠিকই বলেছেন.. Mithun Chakma Jumma- " ইউপিডিএফ এবং জেএসএস শুধু কর্মী বা নেতাদের নয়, তা পার্বত্য জনগণের সবার।" আমাদের জাতির এমনই দূভার্গ্য যে, আমরা যেমন নেতা হতে জানিনা, নেতৃত্বও মানতে জানিনা... যেটা আমরা জানি সেটা হলো কারনে অকারনে কারোর নেতিবাচক সমালোচনা করা.,, ।
- Odong Chakma " ইউপিডিএফ এবং জেএসএস শুধু কর্মী বা নেতাদের নয়, তা পার্বত্য জনগণের সবার" - কথাটা সত্য হলেও স্ববিরোধী। ‘পার্বত্য জনগণের সবার’ - এর সপক্ষে কোন সূচক আছে কী, যেগুলো দেখে আমরা বলতে পারতাম উভয় পার্টি জনগণের সবার? আমার বিশ্লেষণ বা পর্যবেক্ষণ মতে, উভয় পার্টি ...See More
- Mithun Chakma Jumma ডিয়ার Odong Chakma , আপনার এই কথাটির সাথে একমত হচ্ছি বা হচ্ছি না। তবে এই প্রশ্নের মীমাংসাটি আসলে ডিম আগে না মুরগী আগেরই মতোন। নেপালে মাওবাদীরা যখন লড়াইয়ে ছিলেন তখন প্রচন্ড দুটি তাত্ত্বিক কথা বলেছিলেন ১. মৃত্যুও এধরণের বিপ্লবী প্রক্রিয়া। ২. দক্ষিণ এশিয়...See More
- Odong Chakma মিথুনবাবু, ভালো কথা - নেতৃত্বের শক্তির উপর ”সবকিছু” নির্ভর করে না, বরং বলেন ’অনেককিছু’ নির্ভর করে। ভাই, আমি খুব বেশি তাত্ত্বিক নই। সাদা চোখে যা দেখি তা বলার চেষ্টা করি। ডিম আগে নাকি মুরগী আগে সেই বিতর্কে যাওয়ার খুব প্রয়োজন আছে বলে মনে করি না। বৌদ্ধদর্...See More
- Odong Chakma মিথুনবাবু, ভালো কথা - নেতৃত্বের শক্তির উপর ”সবকিছু” নির্ভর করে না, বরং বলেন ’অনেককিছু’ নির্ভর করে। ভাই, আমি খুব বেশি তাত্ত্বিক নই। সাদা চোখে যা দেখি তা বলার চেষ্টা করি। ডিম আগে নাকি মুরগী আগে সেই বিতর্কে যাওয়ার খুব প্রয়োজন আছে বলে মনে করি না। বৌদ্ধদর্...See More
- Mithun Chakma Jumma "জনসাধারণ দু’বেলা ভাতের পক্ষে রায় দেবে"? তাহলে তো পার্বত্য চট্টগ্রামে লড়াই সংগ্রাম শুকিয়ে যেতো! ডিয়ার Odong Chakma শুনুন, আত্মমর্যাদা বা জাতিগত মর্যাদা এমন বিষয় যার জন্য ক্ষুধা কিছুই না! আমি তত্ত্ব নিয়ে কথা ঝারবো না। গ্লাসে পানি নেই, গ্লাসে অর্ধেক পানি রয়েছে, গ্লাসে অর্ধেক পানি নেই। এটাতো?
ব্লগে লেখালেখির মাধ্যমে নিজস্ব দৃষ্টিভঙ্গিকে শানিত করা এবং একইসাথে নিজের জানাবোঝাকে অন্যের কাছে তুলে ধরা
Tuesday, April 16, 2013
জনগণের কছ থেকে পার্টির অর্থসহায়তা নিয়ে ফেসবুকে বিতর্ক-১
Subscribe to:
Post Comments (Atom)
সর্বাধিক পঠিত
-
ইতিহাসের ভ্রান্তি থেকে বিভ্রান্তিকর শিক্ষা তারিখঃ ১৬ আগস্ট, ২০১৭ ইতিহাস একটি জাতি বা জাতিসত্তা তথা জাতিসমষ্টিকে নানাভাবে প্রভাবিত কর...
-
সাদাসিধে তাজউদ্দীন আহমদ তারিখঃ ২২ জুলাই, ২০১৭ তাঁর যখন ৪৫ বা ৪৬ বছর বয়স তখন তিনি দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ...
-
তারিখঃ ১৯ জলাই, ২০১৭ বার্মা, এবং বর্তমানে মিয়ানমার নামে পরিচিত দেশটি গঠনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তাঁর নাম অং সান, জেনারেল অং সান। আজ ১৯...
-
তারিখ: ১৮ নভেম্বর, ২০১৬ আমার গ্রেপ্তারের খবরের শিরোনামে ’শীর্ষ সন্ত্রাসী’ তকমা ব্যবহারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গত ১১ জুলাই, ২০১৬ ইং...
-
তারিকঃ ২৭ জুলাই, ২০১৭ এ লেঘাগান লিঘিবার কারণ অহলদে গুরো ভেই ফেসবুক বন্ধু সুদর্শী চাকমা মিশিলঅত সানগ্লাস চোঘোত দে’না লোইন...
-
তারিখঃ ০৫ জুলাই, ২০১৭ দোষেগুণে তিনি মানুষ ছিলেন। তাঁর ছাত্র ছিলাম আমি এবং আরো অনেকেই ছিলেন। বন্ধুদের অনেকে তাঁকে সমালোচনা করতো। আমিও...
-
তারিখঃ ২৪ জন, ২০১৭ বিষয়টি নিয়ে আলোচনা করতে ইচ্ছে হলো। অন্যান্য অনেক বিষয়ের মতো আলোচ্য বিষয় খুবই সহজ মনে হতে পারে! কিন্তু এই আলোচনার একটি...
-
তারিখঃ ০৭ জুলাই/ ২০১৭ জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা; লালা ভাই। এরশাদশাহী শাসনের অবসান ঘটাতে ছাত্র থাকা অবস...
-
[ফেসবুকে লংগদু পালাহ-১, ২, ৩, ৪ আকারে এই লেখাগুলো লিখেছিলাম। আরো কিছু বিষয়ে লেখার কথা থাকলেও আরো নতুন সমস্যা এসে যোগ হবার কারণে এবং কিছু ক...
-
তারিখঃ ২ ডিসেম্বর, ২০১৬ জেনি ফন ভেস্টফালেন বা জেনি মার্কস। তিনি কার্ল মার্কসের স্ত্রী হিসেবে পরিচিত। কার্ল মার্কসের সহধর্মিনী হিসেবে তিন...
ইতিহাসের ভ্রান্তি থেকে বিভ্রান্তিকর শিক্ষাঃ পার্বত্য চট্টগ্রাম প্রসংগ-১৯৪৭ সাল
ইতিহাসের ভ্রান্তি থেকে বিভ্রান্তিকর শিক্ষা তারিখঃ ১৬ আগস্ট, ২০১৭ ইতিহাস একটি জাতি বা জাতিসত্তা তথা জাতিসমষ্টিকে নানাভাবে প্রভাবিত কর...
No comments:
Post a Comment