Saturday, July 26, 2014

সাজেকবাসীর যাবার আর কোনো পথ নেই

 #‎Sajek‬ ‪#‎সাজেক‬
আপডেট
তারিখ: ২৬ জুলাই, ২০১৪
রাত ৯.২৪ টা
সাজেকবাসীর পক্ষ থেকে সকলকে শূভেচ্ছা! আপনারা যারা অনলাইন-অফলাইনে সাজেকবাসীর জায়গাজমি রক্ষার সংগ্রামকে সকলদিক থেকে সহায়তা করেছেন, করার চেষ্টা করেছেন তাদের সকলকে সাজেকবাসী শুভেচ্ছা জানাচ্ছে!
আজ তেমন কোনো খবর নেই! তবে এখনো দিনে এবং রাতে সাজেকের উজো বাজারে পুলিশ পাহাড়ায় থাকে। এখনো দিনে এবং রাতে সেনাবাহিনীর টহলযান যুদ্ধংদেহী হয়ে টহল দিয়ে যায়! প্রতিটি দোকানের দিকে তাদের ‘সামরিক’ চোখ শাসিয়ে যায় সকলকে।
আজও রাতে তারা এসেছিল। এবং হয়তো আরো আসবে!
এবং সাজেকের উজো বাজারের জনগণও এখনো তাদের সতর্ক টহল জোরদার করে রেখেছে। তাদের মনে এখন নানা আশংকা দানা বাধছে!
তারা সেই ২০১০ সালের রক্তাক্ত দিনগুলোর কথা এখনো মনে রেখেছেং!! তাই তারা সবসময় সজাগ সতর্ক থাকতে চায়।
আজ একজনের সাথে আলাপ করলাম। সে জানালো, তার বুক কেদে ওঠে যখন সে ভাবে এই জায়গা ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে। সে বললো, মরণ পর্যন্ত সে সাজেক ‪#‎উজোবাজার‬ -এ থেকেই লড়বে!
তাদের যে যাবার কোথাও পথ নেই!
সাজেকবাসীর হয়ে সবার প্রতি আহ্বান রইল-
সাজেকের জায়গা জমি বাচানোর লড়াইয়ের সাথে থাকৃুন!

No comments:

Post a Comment

সর্বাধিক পঠিত

ইতিহাসের ভ্রান্তি থেকে বিভ্রান্তিকর শিক্ষাঃ পার্বত্য চট্টগ্রাম প্রসংগ-১৯৪৭ সাল

ইতিহাসের ভ্রান্তি থেকে বিভ্রান্তিকর শিক্ষা তারিখঃ ১৬ আগস্ট, ২০১৭ ইতিহাস একটি জাতি বা জাতিসত্তা তথা জাতিসমষ্টিকে নানাভাবে প্রভাবিত কর...