Saturday, March 21, 2015

তার আঝা মুরি গেলঅ

সাজেক চাগালার আচতো নম্বর আদাম বা অন্য আদামঅর এগ্গো গাবুজ্জে মানুচ। তা নাঙান বাদি বা বিজিদি বা চিত্তি বা চিমোর। ত্যা বুউত আঝা লোইনেই শানদিবাইনীত জিএ। বুউত আঝা লোইনেই ত্যা আহত্যার ধুজ্জেগোই। ত্যা অধিকার পেবার চিএ বা শানদি পেবার চিএ। হালিক ১৯৯৭ সালঅর ডিসেমবঅর মাহজঅত জ্যাক্কেনে চুক্তি উইয়ে স্যাক্কেনে ত্যা আরঅ ১৯৪৭ জনঅ সমারে স্যালেনদার/সারেন্ডার গুজ্জে বা গুরি পিএ। 

স্যালেনদার গুরিবার পরে সরকাজ্যাত্তুন ত্যা ৫০ আহজার তেঙা পেইনেই ঘরঅত এজের। স্যাক্কেনে ৫০ আহজার তেঙা মানে ভালুক্কুন তেঙা। সে তেঙা থানা মানে থাউেইএ অহনা। ত্যা ঘরঅ মুক্কে লঅত দ্যে। ত্যা ঘরঅ কধা চিদে গরের বা চিদে গরের মুজুঙে জিঙানী কধা। ত্যা ওই পারে কিজু চিদে ন গরের। বানা ঘরঅ মুক্কে ত্যা আহদা ধুজ্জে। ত্যা মুজুঙে দিনুনোত কী গুরিবো সে চিদেও হয়ত ত্যা ন গরের। 
তা মনঅত বুউত আঝা এলঅ। হয়ত তার আঝা মুরি জিএ। আহত্যার জ্যাক্কেনে ত্যা সরকাজ্যা সিদু গোঝেই দিএ স্যাক্কেনেই হয়ত তার আঝা মুরি জিএ। আহত্যার জ্যাক্কেনে ত্যা সরকাজ্যারে গোঝেই দ্যার সে অকতত তার দি চোঘে তাআন ন মানে পারা চোঘো পানি ঝুজজে। স্যাক্কেনেই ওই পারে তার আঝা শুগেই জিএ।

দীঘিনালাত্তুন বা বাঘেইসুরিত্তুন ত্যা ঘরঅত লঅত দ্যে। পধঅ আধদানঅত গঙ্গারাম দোর ত্যা লুঙঙেঘি। স্যাক্কেনে ত্যা ডাববো হারা উইয়্যউনোরে লাআপ পিএ। শানদিবাইনীউনে স্যালেন্দার গরানা সলঅাত হিলে হিলে আদামঅ স্যারে ডাব্বো জুয়া হারা মদ হানা অনসুর বারিই জিএ। 
ত্যা গঙ্গারাম দোরওত পধঅ কুরে দিঘিলঅ মানজে জদ বুদিনেই ৬ গুটির ডাববো হারা হেলঅদন। কিজিনি কী মনে কোইনেই তাআর ডাববো হারা হিলিবার মনে কঅলঅ। ত্যা শানদিবাইনীর নীতি নিয়ম শিরিঙ্খলা পুড়ি ফেলেলঅ। ত্যা যে জাদঅর আগমুলিম সিআন ত্যা পুড়ি ফেলেলঅ। ত্যা যে শানদিবাইনীত থাগত্তে মানজোরে মদ হাদে, ডাববো হারা, জুয়া হারা হেলঅদে মানা গত্ত সিআন ত্যা পুড়ি ফেলেলঅ। ত্যা নিজঅ দায়িতততুন ফারঅক অহলঅ। 

তাত্তুন ডাববো হারা হিলিবার পরানে মাগিলঅ। ত্যা ৬ গুটি ঘরঅত ৫০ তেঙা বোজেলঅ। ত্যা সে তেঙাবো আহরেলঅ। তাত্তুন জিদ উধিলঅ। ত্যা ১০০ তেঙা বাইর গুরিলঅ। সিআনঅ ত্যা আহঝেলঅ। তার জিদ ভান্নে জিদ, রজাত্তলে জেবার, ভচ জেবার জিদ আরঅ দুনো অহলঅ। ত্যা ৬ গুটিত পাচশত্ তেঙা বোজেলঅ। এবারাও ত্যা আহঝেলঅ। জিদ তার আরঅ বাড়িলঅ। ত্যা তা ৫০ আহঝার তেঙাউন বেক্কুন আহজেলঅ। ত্যা ফুদুর অহলঅ। ত্যা আহতঝাড়া উড়োঙঝারা অহলঅ। 

তার ইক্কো এক তেঙাও নেই। ঘরঅত জাদে সলাত ন পাআর ওই পরে। সে তেঙাও তার নেই। ত্যা পানিত ঝাম দিলঅ। নোকোত ন উদিলঅ। 

ত্যা উরোঙঝাড়া অহলঅ। ত্যা ফুদুর অহলঅ। তার আঝা-ই-ও মুরি গেলঅ।

No comments:

Post a Comment

সর্বাধিক পঠিত

ইতিহাসের ভ্রান্তি থেকে বিভ্রান্তিকর শিক্ষাঃ পার্বত্য চট্টগ্রাম প্রসংগ-১৯৪৭ সাল

ইতিহাসের ভ্রান্তি থেকে বিভ্রান্তিকর শিক্ষা তারিখঃ ১৬ আগস্ট, ২০১৭ ইতিহাস একটি জাতি বা জাতিসত্তা তথা জাতিসমষ্টিকে নানাভাবে প্রভাবিত কর...